অমরপুরের ‘সক্ষম’ স্বসহায়ক দলের নজিরবিহীন সাফল্য: আত্মনির্ভর ভারতের পথে দৃষ্টান্ত

গোপাল সিং, খোয়াই, ১৫ অক্টোবর || আমাদের সংস্কৃতিতে, দীপাবলি বা দ্বিপান্বিতা উৎসবে প্রদীপ জ্বালানো হয় অন্ধকারের ওপর আলোর বিজয়, অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় এবং আধ্যাত্মিক অজ্ঞতার ওপর জ্ঞানের প্রতীক হিসেবে। আজ এই প্রদীপ নির্মাণ করেই জীবনে আলোর পথ খুঁজে নিয়েছেন ত্রিপুরা রাজ্যের ৫ জন দিব্যাঙ্গ সদস্য।
অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত ‘সক্ষম’ স্বসহায়ক দল আত্মনির্ভর ভারতের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। পাঁচজন দিব্যাঙ্গ সদস্য নিয়ে গঠিত এই মহিলা দলটি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন (TRLM) থেকে ৫০,০০০ টাকার সহায়তা পেয়ে মাটির দৃষ্টিনন্দন প্রদীপ তৈরি করে জীবিকা নির্বাহ করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ ও ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানকে সামনে রেখে, এই দলটি স্থানীয় হস্তশিল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে। দীপাবলিকে সামনে রেখে তাদের হাতে তৈরি প্রদীপ এখন স্থানীয় বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।
এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু পাঁচজন সদস্যের জীবনে আলো জ্বালায়নি, বরং ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। মুখ্যমন্ত্রী ও স্থানীয় প্রশাসন দলের কাজকে সাধুবাদ জানিয়ে তাঁদের আরও সাফল্যের কামনা করেছেন।
পাশাপাশি, আসন্ন দীপাবলিতে সবাইকে স্থানীয় পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে, যাতে স্থানীয় কারিগর ও স্বসহায়ক দলগুলির উন্নয়ন আরও গতিশীল হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*