কেরালায় আইটি পেশাদারের আত্মহত্যার প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ ও পথ অবরোধ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || কেরালার আইটি পেশাদার আনন্দুর আত্মহত্যার ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল। আত্মহত্যার আগে নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টে আনন্দু অভিযোগ করেন, একাধিক আরএসএস সদস্যের দ্বারা তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ঘটনার ন্যায়বিচারের দাবিতে বুধবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি আগরতলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। সেখানে যুব কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করে। নেতাকর্মীরা অভিযোগ তোলেন, বিজেপি ঘনিষ্ঠ সংগঠনের সদস্যরা এই ঘটনায় জড়িত থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা নিচ্ছে। তারা আনন্দুর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*