দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৮ জুলাই ।। ১০ এবং ১১ নং ওয়ার্ডের নদী পারের বস্তিবাসীদের জন্য দশমীঘাটে নবনির্মিত আবাসন বিলি হয়েছে লটারীর মাধ্যমে। এই আবাসনে মাথা গোজার ঠাঁই হয়েছে ১১০ পরিবারের। উল্লেখ্য এই আবাসন তৈরী হয়েছে কেন্দ্র রাজ্য অর্থ প্রদানের অংশীদারত্বের মাধ্যমে। দশমীঘাটে আবাসন হলেও অনেকেই যেতে নারাজ। এলাকার শাসকদলের তরফে আবাসন প্রকল্প নিয়ে তিক্ততা সৃষ্টির পেছনে রাজনীতির জট পাকানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।