জাতীয় ডেস্ক ।। দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন রেল দুর্ঘটনার বিস্তারিত তথ্য চাইলেন রতন টাটা। কী ধরনের দুর্ঘটনা ঘটেছে, হতাহতের সংখ্যা, অন্যান্য কী ক্ষয়ক্ষতি হয়েছে, সে ব্যাপারে তথ্য চেয়েছেন তিনি। গতকালই অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার রেল বোর্ডে কায়া কল্প কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেল কী অ্যাকশন প্ল্যান নিচ্ছে, তাও জানতে চেয়েছেন টাটা শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটাস। বৈঠকে রেলকে দুর্ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য তৈরি রাখতে বলা হয়েছে। ১১ সেপ্টেম্বর কায়া কল্পের পরবর্তী বৈঠকে তা পেশ করতে হবে। প্রসঙ্গত, দেশের রেল নেটওয়ার্কের পরিষেবার মান উন্নত করার জন্য নানা উদ্ভাবনীমূলক পদক্ষেপ, কৌশল, পদ্ধতি সুপারিশ করতেই তৈরি হয়েছে কায়া কল্প।
সংস্থার এক সদস্য জানিয়েছেন, বৈঠকে রতন টাটা প্রশ্ন করেন, পথচারীদের সতর্ক করতে রেলের লেভেল ক্রসিং গেটে হুটার ব্যবস্থা চালু আছে কিনা। তখনই তিনি দুর্ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য চান। কায়াকল্পের অন্তর্ভুক্ত দুটি ইউনিয়নকেও তিনি যাত্রী-গ্রাহকদের মন জয় করার পাশাপাশি কর্মীরাও কীভাবে উপকৃত হতে পারেন, সে ব্যাপারে পরের বৈঠকে প্রস্তাব দিতে বলেন। যোজনা কমিশনের তৈরি জাতীয় পরিবহণ নীতিতে বেঁধে দেওয়া টার্গেট পূরণ রেলের ভাবনাচিন্তা কী, জানতে চান দেশের এই প্রথম সারির শিল্পপতি। বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয় রেলের তরফে। চিন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের মতো বিভিন্ন দেশের রেল পরিষেবা সংক্রান্ত তথ্যও পেশ করা হয় বৈঠকে।
কায়া কল্পের ওই সদস্য এও জানান, রেলের পণ্য পরিষেবা বাবদ প্রাপ্ত আয়ের অর্থ থেকে যাত্রী পরিষেবা খাতে যে বিপুল ভরতুকি দেওয়া হচ্ছে, সে কথাও ওঠে বৈঠকে। তথ্যসূত্র – এবিপি নিউজ।