বেঙ্গালুরু পুরসভার ভোটে জয়ী বিজেপি, ধাক্কা খেল কংগ্রেস

bjpজাতীয় ডেস্ক ।। বেঙ্গালুরু পুরসভার ভোটে বড়সড় ধাক্কা খেল কর্নাটকের শাসক দল কংগ্রেস। বৃহত্ বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি) নিজেদের দখলেই রাখল বিজেপি।এই নিয়ে পর পর দুবার পুরসভার বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। পুরসভা দখলের এই যুদ্ধে কংগ্রেসের পরাজয় রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে একটি বড়সড় ধাক্কা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। বিবিএমপি-র ১৯৮ ওয়ার্ডের মধ্যে ১০০ টিতে জিতেছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ৭৬ টি এবং জেডি-এস পেয়েছে ১৪ টি ওয়ার্ড।
উল্লেখ্য, মধ্যপ্রদেশ, রাজস্থানে পুর নির্বাচনে সাফল্যের পর কর্নাটকেও জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি। বিবিএমপি-র দখল নিতে প্রচারে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কিন্তু তাতেও সাফল্য এল না কংগ্রেসের।
বিজেপি যদিও এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সামান্য দূরে থমকে গিয়েছে। কিন্তু নির্দল কাউন্সিলরদের সমর্থন নিয়ে নতুন বোর্ড গঠনে বিজেপির কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
বিবিএমপি নির্বাচনে দলের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। সিদ্দারামাইয়া বলেছেন, কংগ্রেস নির্বাচনে জয়ী হবে বলেই তাঁরা আশা করছিলেন। যদিও তিনি বলেছেন, এই নির্বাচনের ফলাফলে তাঁর প্রতি কোনও অনাস্থার প্রতিফলন ঘটেনি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে এই হারের দায় স্বীকার করেছেন তিনি।
পুরভোটের ফলাফলে উল্লসিত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার বলেছেন, এই জনাদেশ দেখিয়ে দিল রাজ্যে কংগ্রেস সরকারের বিদায় ঘন্টা বেজে গিয়েছে।
গত শনিবার পুরসভার ১৯৭ টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হয়। ভোটের হার ছিল প্রায় ৪৯.৩১ শতাংশ। ভোটগ্রহণ ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল।
শতাব্দী প্রাচীন এই পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১,১২০ জন প্রার্থী। ভোটের আগেই অবশ্য একটি ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী।
গত নির্বাচনেও পুরসভা বিজেপির দখলেই ছিল। ১১৬ টি ওয়ার্ডে জিতে প্রথমবার পুরসভার ক্ষমতায় বসেছিল বিজেপি। গতবার তারা ১১৬ টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। অন্যদিকে, কংগ্রেস ৬২ এবং জেডি-এস ১৪ আসনে জয়ী হয়েছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*