দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ আগষ্ট ।। রাজ্যে রেশম শিল্পকে বিন্যস্ত রুপ দিয়ে জীবন জীবিকার ক্ষেত্রে আরো বেশী জনপ্রিয় করার প্রয়াস চলছে – এই ক্ষেত্রে রাজ্য সরকার, কেন্দ্রীয় রেশম পর্ষদ ও উত্তর পূর্বাঞ্চলীয় বিভিন্ন প্রকল্পে মানুষের অংশ গ্রহনে দিনে দিনে বাড়ছে। ত্রিপুরায় রেশম শিল্পের ক্ষেত্রে অনন্য নজীর সৃষ্টি করেছে চম্পকনগর। রেশম শিল্প গুচ্ছ কেন্দ্রের মধ্য দিয়ে চম্পকনগর সেরিকালচার ক্লাস্টার বিশেষ করে মহিলাদের আত্মকর্ম সংস্থানে নতুন দিশা দেখাচ্ছে রাজ্যকে। বুধবার, চম্পকনগর বাজারস্থিত হারাধন সাহা স্মৃতি কমিউনিটি হলে ‘রেশম শিল্প বিষয়ক’ এক গুরত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন TTAADC-র CEM রাধাচরন দেববর্মা, প্রধান অতিথি হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, সন্মানিত অতিথি হিসেবে বেলবাড়ী ব্লক উপদেষ্টা কমিটির চ্যায়ারম্যান সুকুমার দেববর্মা উপস্থিত ছিলেন। এছাড়াও আলোচনা সভায় অংশ নেন রণজিৎ দেববর্মা চ্যায়ারম্যান ব্লক উপদেষ্টা কমিটি জীরানীয়া ব্লক, সবিতা দাস চ্যায়ারম্যান খয়েরপুর ব্লক পঞ্চায়েত সমিতি। রেশম শিল্পের উপর চম্পকনগরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তুঁত চাষীরা। বক্তাদের ভাষনে ত্রিপুরায় রেশম শিল্পের পরিস্থিতি, জীবিকার প্রশ্নে জনপ্রিয়তা বৃদ্ধি, সমস্যা দূরীকরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত উঠে এসেছে এই আলোচনা সভায়।