নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ।। বুধবার জিরানীয়াস্থিত নবনির্মিত মহকুমা শাসকের কার্যালয় ভবনের দ্বারোদঘাটন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। প্রদীপ প্রজ্বলন করে মূখ্যমন্ত্রী জিরানীয়াস্থিত নবনির্মিত মহকুমা শাসকের কার্যালয় ভবনের শুভ উদ্বোধন করেন। জিরানীয়াস্থিত নবনির্মিত মহকুমা শাসকের কার্যালয় ভবনের উদ্বোধনে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী, TTAADC-র CEM রাধাচরণ দেববর্মা, বিধানসভার উপাধক্ষ্য পবিত্র কর, বিধায়ক মনোরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা।