নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ।। মারুতি ভ্যান গাড়ির ধাক্কায় জখম হয়েছে ৫ বছরের এক স্কুল ছাত্র। ঘটনা রাণীরবাজার শিশু নিকেতন স্কুলের পাশে। জানাযায়, বুধবার রাণীরবাজার শিশু নিকেতন স্কুলের ছাত্র পুরাতন আগরতলার রাজদ্বীপ সাহা (৫) স্কুলের ছাত্রছাত্রী পরিবহণ করা TR01AQ 0514 নম্বরের একটি মারুতী গাড়ির ধাক্কায় জখম হয় রাজদ্বীপ। সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।