আগামী ৯ ডিসেম্বর পুর নির্বাচন ও ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচন, ১২ ডিসেম্বর ফল ঘোষণা

electionনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ।। বৃহস্পতিবার বিকালে মহাকরণে এক প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সন্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার জি কে আও আগরতলা পুর নিগম, ১৩টি পুর পরিষদ, ৬টি নগর পঞ্চায়েত এবং ত্রিস্তর পঞ্চায়েতের ২৭টি আসনের জন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। ছুটির দিন বাদে ১২ নভেম্বর বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত স্ব স্ব নির্বাচনী ক্ষেত্রের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ নভেম্বর। ২৩ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেয়া হবে। ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। সাংবাদিক সন্মেলনে রাজ্য নির্বাচন কমিশনের সচিব তমাল মজুমদারও উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*