গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর || খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া থানাধীন এলাকার পঞ্চাশোর্ধ্বা গীতা দাস তীর্থভ্রমণে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছেন। বহু খোঁজাখুঁজি সত্ত্বেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। হঠাৎ মাকে হারিয়ে ভেঙে পড়েছে তাঁর পরিবার। একমাত্র ছেলে কৃষাণ দাস মায়ের সন্ধান না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। কৃষাণ দাস আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “মা-ই আমার পৃথিবী। নিদ্রাহীন রাত কেটে যাচ্ছে, শুধু ভাবছি কখন মাকে ফিরে পাব। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আকুতি—দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন।”
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পর থানায় ডায়েরি দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ ও গীতা দাসের সন্ধান প্রার্থনা করেছেন।