গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর || রাজ্যের সিপাহীজলা জেলায় সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে। অভিযুক্তরা হলেন এন.সি নগর ফকিরাদুলা এলাকার ইদ্রিস মিয়া (৬০) ও মনুরা খাতুন (৫৬)। অভিযানে তাদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১০০ বোতল এসকফ সিরাপ (দুটি সাদা বস্তায়) এবং ৬০০ গ্রাম ইয়াবা ট্যাবলেট (একটি বান্ডেলে)। সোনামুড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, বাজেয়াপ্ত করা মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এই ঘটনায় থানায় নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচারচক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে। স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় বারবার এভাবে মাদক উদ্ধার হওয়া উদ্বেগজনক। তারা কঠোর নজরদারি ও দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি তুলেছেন।