কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল NSUI-র ৩৭ জন পদাধিকারী

NSUIদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ এপ্রিল ।। পশ্চিমবঙ্গে কংগ্রেস-CPI(M) জোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেসে ভাঙ্গন পর্ব শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট করা হয়েছে কংগ্রেসের নীতি বিসর্জন দিয়ে। রাজ্য NSUI-র বিভিন্ন পদাধিকারীরা শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলন করে জানান দিয়েছেন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা। এদিন রাজ্য NSUI-র ৩৭ জন পদাধিকারীরা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*