হুদহুদকে উড়িয়ে কলকাতা ভাসছে ফুটবল ঝড়ে

10406975_857477207619335_7752592100288293334_nকলকাতা, ১২ অক্টোবর।। আশঙ্কা ছিল। তবুও হুদহুদের জেরে বৃষ্টির আশঙ্কা ভুল প্রমাণ করেই আইএসএল-জ্বরে মাতল ফুটবল পাগল কলকাতা। বৃষ্টিহীন শহরে ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে রঙীন হয়ে উঠল যুবভারতী স্টেডিয়াম।

হুদহুদ। আর তার জেরে শহরে বৃষ্টির আশঙ্কা। এর মাঝেই যুবভারতী স্টেডিয়ামে উদ্বোধন ছিল  ইন্ডিয়ান সুপার লিগের। বৃষ্টির আশঙ্কা তাই স্বাভাবিকভাবেই আইএসএলের আয়োজকদের ঘুম কেড়ে নিয়েছিল। কিন্তু অবশেষে স্বস্তি মিলেছে। বঙ্গোপোসাগরের হুদহুদ অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়লেও তার জেরে শহরে বৃষ্টি হয়েছে খুব সামান্যই।আগামী আটচল্লিশ ঘণ্টায় শহরে বৃষ্টির ভ্রুকুটি স্বত্বেও তাই আইএসএলের উদ্বোধনে মেতে উঠতে অসুবিধা হয়নি যুবভারতীর।

ঝড়ের প্রভাব শহরে না পড়লেও ঝুঁকি নিতে চায়নি কলকাতা পুরসভা। ভারী বৃষ্টির পূর্বাভাস পেয়ে আগাম ব্যবস্থা হিসেবে খোলা হয়েছিল কন্ট্রোলরুম।

দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকার পাশাপাশি শহরে জল জমে যাওয়ার আশঙ্কাও পুরসভাকে চিন্তায় রেখেছিল।  সেজন্য  নিকাশি বিভাগের কর্মীদের আগে থেকেই সতর্ক রাখা হয়েছিল।

সৌজন্যে জি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*