দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ আগষ্ট ।। দীর্ঘ দিনের সুপ্ত বাসনা এবার বাস্তব হবার পথ খুঁজে পেয়েছে। তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী ত্রিপুরায় ঘাস ফুলের শেকড় বিস্তারে ঘুঁটি সাজানোর লোক পাচ্ছিলেন না। সাম্প্রতিক সময়ে কংগ্রেসের ঘর ছেড়ে ৬ বিধায়ক তৃণমূলে যোগ দিতেই রাজ্যের বুকে তৃণমূল আবার ঘুমঘোর কাটিয়ে জেগে উঠেছে। ৯ই আগষ্ট শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় ভাষণ দেবেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী। প্রাক সন্ধ্যাতেই রাজ্যে পা রাখলেন তৃণমূল সুপ্রীমো তথা পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তৃণমূল সুপ্রীমোর রাজ্য সফর উপলক্ষ্যে জোর প্রচার চালিয়েছে সমর্থকরা। কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রীমো ? তৃণমূল সভ্য সমর্থক সহ রাজ্যের সব রাজনৈতিক দলের দৃষ্টি থাকবে মমতা ব্যানার্জীর জনসভার দিকে বলাই বাহুল্য।