কমলপুরের নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

Tapash dattaগোপাল সিং, খোয়াই, ২৬ আগষ্ট ।। অবশেষে রহস্যজনকভাবে নিখোঁজ কমলপুর মানিকভান্ডার-এর ব্যবসায়ী তাপস দত্তের গলা কাটা মৃতদেহ উদ্ধার হল খোয়াই-এর চাম্পাহাওড় থানাধীন খোয়াই-কমলপুর সড়কে সুখিয়াবাড়ী এলাকার পাহাড়ে। স্থানীয় টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে মিলল মৃতদেহটি। টিএসআর ক্যাম্প থেকে প্রায় ৫ কিমি দূরে তাপস দত্তের মৃতদেহের সন্ধান পায় পুলিশ। ৪২ বছর বয়সী তাপস দত্ত গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবারের পর বৃহস্পতিবার দিনভর ডগ স্কোয়াড নিয়ে তল্লাশী চালিয়ে বেশ কিছু তথ্য মিললেও তাপস দত্তের কোন সন্ধানই পায়নি পুলিশ। বুধবারের তল্লাশীতে যদিও এলআইসি’র কিছু কাগজপত্র সহ একাধিক ক্ল্যু মিলেছিল। তারপর থেকে পুলিশ সেখানে ব্যাপক তল্লাশী চালায়। শুক্রবার সকালের দিকে ফের একবার শুরু হয় তল্লাশী অভিযান। শুক্রবার সকাল আনুমানিক ৮টা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়। কিন্তু তল্লাশী চলাকালীন প্রথমেই একটি ধারালো অস্ত্র পাওয়া যায়। কিছু দূরে একটি লাঠিও মিলে। তাপস দত্তের মোবাইল ফোনটিও মিলেছে ঘটনাস্থল থেকে। ধারনা করা হচ্ছে এই লাঠি দিয়েই প্রথমে তাপস দত্তের পথ আটকানো হয়। তারপর মূল সড়ক যেখান থেকে তাপস দত্ত নিখোঁজ হয়েছিলেন সেখান থেকে প্রায় সাড়ে তিন কিমি দূরে কণ্ঠনালী কাটা অবস্থায় তাপস দত্তের মৃতদেহ উদ্ধার হয়। কমপক্ষে ৫০০ ফুট নীচ থেকে তাপস দত্তের মৃতদেহ উদ্ধার করতে হয় পুলিশকে। তবে গোটা এলাকায় তল্লাশী চালানোর সময় এলআইসি প্রিমিয়ামের টাকাগুলি কিন্তু উদ্ধার হয়নি। স্বাভাবতই প্রশ্ন উঠছে এই টাকার জন্যই কি প্রাণ দিতে হল কমলপুর মানিক ভান্ডারের ব্যবসায়ী তাপস দত্তকে ? নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে পুরনো কোন শত্রুতার জের!  এদিকে মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন এসপি জয়ন্ত চক্রবর্তী, এসডিপিও শ্যামানন্দ শর্মা, মহকুমা শাসক প্রসূন দে, কমলপুরের এসডিপিও চন্দন সাহা সহ বিশাল পুলিশ বাহিনী। তাপস দত্তের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সুখিয়াবাড়ী এলাকায় ছুটে যান এমডিসি গুরুপদ দেববর্মা এবং কমলপুরের বিধায়ক অঞ্জন দাস। তবে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিধায়ক কিংবা শুভবুদ্ধিসম্পন্ন মানুষের একটাই আর্জি কোন ধরনের গুঁজবে কান দেবেন না। এসপি জয়ন্ত চক্রবর্তী ইতিমধ্যে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তেন আশ্বাস দিয়েছেন। খুব শীঘ্রই প্রকৃত দোষীদের পাকড়াও করা হবে বলেও আশ্বস্ত করেন। এদিকে চিকিৎসক এবং মেজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই তাপস দত্তের ময়নাতদন্ত সম্পন্ন করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গোটা কমলপুর মানিক ভান্ডার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।a

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*