শহরে অপ্রীতিকর ঘটনায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল পুলিশ

policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ।। গত ২৩ আগষ্ট আগরতলায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে আজানা আতঙ্কের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মূখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তুলনামূলক পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছু মহল থেকে পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা চলছে। ২৩ আগষ্ট ঘটনার পর থেকেই লক্ষ্য কড়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু লোক গুজব ছড়িয়ে ভূয়ো ছবি পোস্ট করছে এবং আপত্তিকর মন্তব্য করে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রশাসনের তরফে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর পেছনে জড়িত কিছু লোককে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহন হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি পশ্চিম জেলা সুপার পুলিশ আগরতলায় ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনায় জড়িত উভয় অংশের কিছু সন্দেহভাজনদের ছবি প্রকাশ করেছে। পুলিশ এই ২৮ জন সন্দেহভাজনদের বিরুদ্ধে পশ্চিম ও পূর্ব থানায় IPC-র ১৪৮, ১৪৯, ৪৩৫, ৩৫৩, ৩৩৩, ৪২৭, ৩২৬, ৪৩৬, ১২০ (বি), ১৫৩ (এ) ইত্যাদি ধারায় দুটি মামলা গ্রহন করেছে। অবিলম্বে এই ২৮ জন সন্দেহভাজনদের ধরা হবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*