নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর ।। ১২ দফা দাবীতে শুক্রবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করা হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় শুক্রবার রাজ্যেও ১২ ঘন্টার ধর্মঘট পালন করা হয়েছে সর্বত্র। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে কিছু রাজ্য বাদে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করা হয়। পশ্চিমবঙ্গ ও আসাম সরকার বনধের বিরোধিতা করেছে। কেন্দ্রীয় নীতির প্রতিবাদে ২রা সেপ্টেম্বর দেশে ১৭তম ধর্মঘট হয়েছে। ১৯৯১ সালের পর এ নিয়ে ১৬ বার ধর্মঘট হয়েছে। ২রা সেপ্টেম্বর দেশজুড়ে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হলেও রাজ্যে সাধারণ ধর্মঘট পালন করা হয়। রাজ্যে সর্বত্র ১২ ঘন্টার বনধ পালিত হলেও মহাকরণে মূখ্যমন্ত্রী তার অফিস করেছেন বলে খবর।
গোপাল সিং, খোয়াই, ০২ সেপ্টেম্বর ।। শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছিল দেশ ব্যাপি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বাম গনতান্ত্রীক গন সংগঠনের ডাকা ধর্মঘট। শান্তিপূর্ন ভাবে খোয়া্ইতেও চলেছে ধর্মঘট। সকাল থেকে সর্বত্র শান্তিপূর্ন ভাবে চলেছে ১২ ঘন্টার বনধ। কোথাও কোন যানবাহন চলাচল করেনি। একেবারে বন্ধ ছিল বাজার হাট। অফিস, আদালত, সমস্ত কিছু। খোয়াই জেলার সর্বত্রই শান্তিপূর্ন ভাবেই বনধ সফল হয়েছে। কোনও ধরনের বিক্ষিপ্ত ঘটনার খবর নেই।