সাংবাদিক সন্মেলন করে দুটি বিধানসভা আসনে CPI(M)-র প্রার্থী তালিকা প্রকাশ

bijan-dhar
CPI(M) দলিয় কার্যালয়ে সাংবাদিক সন্মেলন করে ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষনা করেন খগেন দাস।
bishajit-datta_cpim_4-khowai-jpg1
২৫-খোয়াই বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনের বামফ্রন্টের CPI(M) প্রার্থীর বিশ্বজীৎ দত্ত। ছবি – গোপাল সিং।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর ।। রাজ্যের দুটি বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষনা হতেই ক্ষমতাসীন দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ১৯ নভেম্বর, ২০১৬ ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার সন্ধ্যায় আগরতলাস্থিত CPI(M) দলিয় কার্যালয়ে সাংবাদিক সন্মেলন করে ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষনা করেন খগেন দাস। ৪-বরজলা বিধানসভা কেন্দ্রে CPI(M) প্রার্থী ঝুমু সরকার। গোপাল সিং, খোয়াই ।। ২৫-খোয়াই বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনের বামফ্রন্টের CPI(M) প্রার্থীর নাম ঘোষনা। এই কেন্দ্রে লড়াই করবেন দীর্ঘদিনের পুর খাওয়া নেতৃত্ব এবং বর্তমান সিপিআই(এম) খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত। প্রয়াত জননেতা তথা এই কেন্দ্রের বিধায়ক সমীর দেব সরকারের স্থলাভিষিক্ত হলেন উনারই বাল্যবন্ধু বিশ্বজীৎ দত্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*