দুই বিধানসভা কেন্দ্রের ময়দানে ক্ষমতাসীন দল

cpim cpim-jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর ।। গোটা রাজ্যে আগামী ১৯ নভেম্বর, ২০১৬ ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচন। এই দুই আসনে উপনির্বাচন উপলক্ষ্যে আসর উত্তপ্ত হতে শুরু করেছে। যথারীতি রাজনীতির ময়দানে এ পক্ষে ও পক্ষে তরজা চলছে। শনিবার ৪-বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী ঝুমু সরকারের সমর্থনে পূর্ব চানমারিতে জনসভায় ৩ জন ভোটার বিরোধী দল ছেড়ে CPI(M)-এ দলে যোগদান করেন। এখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, DYFI-র রাজ্য সম্পাদক মল চক্রবর্তী সহ অন্যান্যরা।
একই দিনে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২৫ও ২৩ নং বুথে বামফ্রন্টের নির্বাচনী বুথ কমিটি গঠন করা হয় এবং বুথ অফিস উদ্বোধন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*