আগরতলা, ০৭ নভেম্বর ।। আগরতলায় আগামী ১২ নভেম্বর পাসপোর্ট সেবা লঘু কেন্দ্রে (১ম তোলা, জ্যাকসন গেট বিল্ডিং, লেনিন সরণী, আগরতলা) পাসপোর্ট মেলা আয়োজিত হবে। কলকাতাস্থিত আঞ্চলিক পাসপোর্ট অধিকর্তার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, পাসপোর্ট মেলায় আবেদনকারীদের অনলাইন আবেদন রেফারেন্স নম্বর (ARN) শীট সহ প্রয়োজনীয় কাগজপত্র যেমন পরিচয়পত্র, ঠিকানা, এবং জন্মের প্রমানপত্র অর্থাৎ জন্মের শংসাপত্র আনতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত তথ্য আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের ওয়েবসাইট www.passportindia.gov.in থেকে সংগ্রহ করা যাবে। সাধারণ বিভাগ (ফ্রেশ/রি-ইস্যু) এর ৯০টি আবেদন মেলায় গ্রহন করা হবে। এর জন্য সাক্ষাৎকারের সময় ০৮/১১/২০১৬ তারিখে বিকেল সাড়ে তিনটা সংশ্লিষ্ট কার্যালয়ের ওয়েবসাইট www.passportindia.gov.in –এ প্রকাশ করা হবে। আবেদনকারীদের অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে পাসপোর্ট ফি দিতে হবে। ঐ প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, যে সমস্ত পাসপোর্ট আবেদনকারী অনলাইন মোড (www.passportindia.gov.in) –এর মাধ্যমে ১২/১১/২০১৬-র জন্য সাক্ষাৎকার সময় পাবেন, কেবল তাদেরই প্রবেশের অনুমতি দেয়া হবে। কোন ওয়াক-ইন আবেদন গ্রহন করা হবে না। PSKL-ত কোন অ্যাপয়েন্টমেন্ট (সাক্ষাৎকারের সময়) অনুমোদন করা হবে না।