ভোট গ্রহণ কর্মীদের মহড়া ৮ই নভেম্বর

byআগরতলা, ০৭ নভেম্বর ।। ৪-বরজলা (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপ-নির্বাচনের কাজে নিযুক্ত ভোট গ্রহন কর্মীদের ভোট মহড়া আগামী ৮ই নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় মাতঙ্গিনী প্রীতিলতা হলে এই ভোট মহড়া অনুষ্ঠিত হবে। ৩০০ জন ভোট গ্রহন কর্মী ও সেক্টর অফিসার এই ভোট মহড়ায় অংশ নেবেন। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা সদর মহাকুমা শাসক সমিত রায় চৌধুরী এই সংবাদ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*