নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর ৷৷ ভারতীয় খাদ্য নিগমে গমের মজুতে ঘাটতির কারণে কেন্দ্রীয় সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্প্রতি ত্রিপুরা রাজ্যের গণবন্টনের জন্য মাসিক ২৩৫৬ মেট্রিকটন গমের বরাদ্দ চলতি আর্থিক বছরের শেষ চার মাসের জন্য বন্ধ করে দিয়ে সমপরিমান চাল খাদ্য সুরক্ষার বাইরে এ পি এল-দের বরাদ্দ করেছে। এর ফলে বর্তমানে গনবন্টনে আটা দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, বর্তমানে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসাবে রাজ্যের গনবন্টনের আওতায় সকল শ্রেনীর রেশনকার্ডধারীদের জন্য কার্ড পিছু মাসিক অতিরিক্ত ৫ কেজি চাল আটার মূল্যে (প্রতি কেজি ১৩ টাকায়) সরবরাহ করা হবে যা জানুয়ারী, ২০১৭ থেকে মার্চ, ২০১৭ পর্যন্ত চালু থাকবে। মন্ত্রীসভার বৈঠকের পর মহাকরণে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।