ট্রেনিং ছাড়াই এসপিও বা ত্রিপুরা পুলিশ দিয়ে চালানো হচ্ছে ট্রাফিকি ব্যবস্থা

trfগোপাল সিং, খোয়াই, ২১ ডিসেম্বর ৷৷ খোয়াই শহরে ট্রাফিকি ব্যবস্থার দূরাবস্থা। ফুটপাত জবর-দখল থাকায় যানবাহন পার্কিং নিয়ে হচ্ছে সমস্যা। অথচ যেসব মহান ব্যাক্তিদের উপর জনগনের প্রাণ এবং প্রতিদিনকার সমস্যা দেখার দায়ভার ন্যস্ত উনারা হাত-পা গুটিয়ে নীরব দর্শকের ভূমিকায়। কারন একটাই। জনগনকে নাজেহাল করলে জনগন সরকারের উপর দায়ভার চাপাবে আর সরকার আমাদে কিছুই করবেনা। কারন একটাই। জনগনের মতে সমগ্র খোয়াই বাদ দিলেও একমাত্র সুভাষপার্ক এলাকা যেখানে তিনটি বিধানসভার এলাকার জনসাধারনকে প্রতিদিন নাজেহাল হতে হচ্ছে। মাত্র গড়ে তিনশত মিটার রাস্তার উপর যানবাহন নিয়ন্ত্রন করতে বা সামলাতেই হিমশিম খেতে হচ্ছে খোয়াই জেলা ট্রাফিক ব্যবস্থাকে। শুধু লক্ষ্য রাখা হয় খোয়াই অফিসটিলা থেকে পদ্মবিল এবং পদ্মবিল থেকে অফিসটিলা যাওয়া আসার সময় যেন রাস্তা ঠিক থাকে। কারন ঐ সময় মাননীয় এসপি সাহেব অফিস এবং ডাক বাংলোয় যাতায়াত করেন। যানবাহনের গতিবিধি ঐ সময় নিয়ন্ত্রনে রাখতে পারলেই কেল্লা ফতে! তারপর আর কি? জনগন যাক গোল্লায়! মুল বিষয় হচ্ছে কোনপ্রকার ট্রেনিং ছাড়াই এসপিও বা ত্রিপুরা পুলিশ দিয়ে চালানো হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। আর রেভিনিউর জন্য চাপ সৃষ্টি করা জনগনের উপর।
খোয়াই সুভাষপার্ক আউটপোষ্টের সিমানা ঘেষা সরকারী হেন্ডলুম পূর্বাশা। সরকারী দরে কম দামে কাপড় পাওয়া যায় এখানে। অথচ পূর্বাশা’র সামনে দিনের বেলা এবং সন্ধ্যায় সাজানো থাকে রিক্সা, গাড়ী, কাপড় বিক্রেতার সারিবদ্ধ লাইন। যেকারনে জনগন সেখানে প্রবেশ করতেই পারেনা। এবিষয়ে তেমন কোন হেলদোল নেই পূর্বাশা’র কর্মচারীদের। জনগন না গেলে উনারা বাঁচেন। অথচ এমন প্রাণকেন্দ্রে পূর্বাশা’র শো-রুম। ভাল টাকার বেচা-কেনা হতে পারতো। অথচ বসে আড্ডা দেওয়া ছাড়া কোন কাজ নেই। তিনজন কর্মচারীর বেতনের টাকা রোজগার হয়না বলেই মনে করছেন জনসাধারন। যদিও সরকারের কোন প্রকার লক্ষ্য নেই। তেমন কোন জিনিষপত্রও নেই পূর্বাশা’র শো-রুমে। ত্রিপুরা রাজ্যের রাজধানীকে বাদ দিলে খোয়াইয়ের মতো এমন ব্যবসায়ী স্থান আছে বলে মনে করেন না জনগন। তাই খোয়াইবাসীর দাবি শহরের ফুটপাত এবং সুভাষপার্ক বাজার যান মুক্ত করা হউক এবং সেই সাথে ট্রাফিক পুলিশ দিযে ট্রাফিকি ব্যবস্থা সাজানো হউক। তবেই সকলের মঙ্গল, এমনটাই মনে করছেন জনসাধারন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*