
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর ৷৷ বুধবার প্রদীপ প্রজ্জলন করে আমবাসায় নবনির্মিত টাউন হলের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। ৭ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৮৮৪ আসনবিশিষ্ট এই অত্যাধুনিক টাউন হলটি গড়ে উঠেছে। এই টাউন হলে ব্যালকনিরও ব্যবস্থা আছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে, ধলাই জিলা পরিষদের সভাধিপতি শৈলেশ আচার্য, বিধায়ক ললিত কুমার দেববর্মা এবং আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন তপতি ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন চন্দন ভৌমিক। আমবাসায় নবনির্মিত টাউন হলের দ্বারোধঘাটনের পর মূখ্যমন্ত্রী, নগরোন্নয়ন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পুরো টাউন হল ঘুরে দেখেন।