নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর ৷৷ শনিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিনে ডেলভ আয়োজিত ২১তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রদীপ প্রজ্জলন করে ২১তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, চলচ্চিত্র পরিচালক রাজা সেন এবং পবন কুমার উপস্থিত ছিলেন। মূখ্যমন্ত্রী পরিচালক রাজা সেন এবং পবন কুমারের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাঁদের সংবর্ধিত করেন। মূখ্যমন্ত্রী উৎসবের স্মরণিকাও প্রকাশ করেন।