জাতীয় ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাচক্র অনুষ্ঠিত

vlনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর ৷৷ জাতীয় ভোক্তা দিবস – ২০১৬ উদযাপন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। খাদ্য, জনসংভরণ এবং ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও সদর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য ও অর্থ মন্ত্রী ভানুলাল সাহা। জাতীয় ভোক্তা দিবস – ২০১৬ উদযাপনের এবারের ভাবনা হল ‘ভোক্তা বিরোধের দ্রুত নিস্পত্তির জন্য বিকল্প বিবাদ মীমাংসা ব্যবস্থা’। ১৯৮৬ সালে ২৪ ডিসেম্বর দেশে ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন হয়। এর আগে ভোক্তা স্বার্থরক্ষাকারীঅনেক আইন দেশে প্রচলিত ছিল। কিন্তু কোনো আইনই ভোক্তাদের ক্ষতিপূরণ বা দ্রুত সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসার ব্যবস্থা ছিলনা। এই আইনে শুধুমাত্র ভোক্তা বিরোধ মীমাংসার জন্য জেলাস্তর থেকে রাজ্যস্তর এবং কেন্দ্রীয়স্তর পর্যন্ত ভোক্তা বিরোধ মীমাংসা ফোরাম / কমিশন গঠন করার ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে খাদ্য ও অর্থ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমিলা রায়, খাদ্য দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরনীকান্তি, দপ্তরের অধিকর্তা ডঃ দেবাশীষ বসু, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক ঊষাজেন মগ, ভোক্তা সুরক্ষা এসোসিয়েশানের সভাপতি আইনজীবী অমৃতলাল সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*