অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেই শতরান করল খোয়াইয়ের খুদে ক্রিকেটার

khwগোপাল সিং, খোয়াই, ২৬ ডিসেম্বর ৷৷ সোমবার থেকে শুরু হল এই মরশুমের অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতা। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে শুরু হওয়া অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মরশুমের প্রথম দর্শনীয় শতরান উপহার দিল নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটির খুদে ক্রিকেটার পূর্ণচন্দ্র সিনহা। মাত্র ৮৯ বল খেলে ১০টি চার ও ৫টি ছয়ের সাহায্যে পূর্ণচন্দ্র ১০৬ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেয়। সে ১৩৮ মিনিট ক্রিজে থেকে এই শতরান উপহার দেয় এবং এর সুবাদে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। উদ্বোধনী ম্যাচে এভারগ্রীন ক্লাব ও নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করতে নেমে খুদে ক্রিকেটার পূর্ণচন্দ্র সিনহার শতরানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৭ রান সংগ্রহ করে। এর মধ্যে ৪০ রানই ছিল এক্সট্রা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করে প্রণয় ঘোষ। তার সংগ্রহ ২৮ রান। তিনটি চারের সাহায্যে প্রণয় ২৮ রান করে। এভারগ্রীন ক্লাবের পক্ষে বল হাতে ২টি করে উইকেট পায় অনির্বান দাস, জর্জ দেববর্মা, রূপক দেবনাথ ও অর্কদ্যুতি দেব। এছাড়া ১টি উইকেট পায় রাহুল বিশ্বাস। ২৩৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বেশি সুবিধা করতে পারেনি এভারগ্রীন ক্লাব। ১৪২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় এভারগ্রীন ক্লাব। মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় এভারগ্রীণ। এর মধ্যে এক্সট্রা রানই ছিল ৪৫ । দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে রিপ্লু চন্দ্র পাল। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে রিপ্লু ২১ রান করলেও দলকে এগিয়ে নিয়ে যেতে আর কেউ কুড়ি রানের গন্ডি টপকাতে পারেনি। অপরদিকে বল হাতে নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে তিনটি উইকেট পায় আদেশ দেববর্মা। এছাড়া দুটি করে উইকেট পায় সাগনিক ঘোষ ও সোয়েল সিং। একটি উইকেট পায় সুমিত সুত্রধর। আম্পায়ার হিসাবে উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করে মধুসদন ঘোষ ও মিন্টু চন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*