নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মন্ত্রীসভার বৈঠকে ৫ শতাংশ মহার্ঘভাতা প্রদানের ঘোষণা করা হয়েছে। সরকারী তথা অনুদান প্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মচাররাও এই ভাতা পাবেন। একই সঙ্গে সরকারী পেনশন প্রাপকরাও ৫ শতাংশ ডি আর পাবেন। বুধবার, অর্থমন্ত্রী ভানুলাল সাহা মন্ত্রীসভার বৈঠকের পর মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান। আগামী ১ জানুয়ারী, ২০১৭ থেকে ৫ শতাংশ অতিরিক্ত ডি এ কার্যকর হবে বলে অর্থমন্ত্রী জানান। ৫ শতাংশ ডি এ বৃদ্ধির ফলে রাজ্যের সরকারী কর্মচারীদের প্রাপ্ত ডি এ-র পরিমান বেড়ে দাঁড়াবে ৮৮ শতাংশ। পেনশন প্রাপকদের ডি আর-র পরিমানও বেড়ে দাঁড়াবে ৮৩ শতাংশ। এই ৫ শতাংশ ডি এ দেওয়ার ফলে জানুয়ারী থেকে মার্চ, ২০১৭ পর্যন্ত এই তিন মাসে অতিরিক্ত ৪২ কোটি টাকা লাগবে। এক বছরে লাগবে মোট ১৬৮ কোটি ৫৫ লক্ষ টাকা। অর্থ দপ্তরের অনুমোদনক্রমে নিয়োজিত ডি আর ডাব্লিও, কন্টিনজেন্ট, হোমগার্ড (গ্রুপ–ডি) কর্মীদের ভাতা বাড়বে প্রতিদিন ৩ টাকা ৭৫ পয়সা করে। মান্থলি রেটেড গ্রুপ-সি এবং ফিক্সপে গ্রুপ-সি কর্মীরা প্রতিমাসে অতিরিক্ত ১৯০ টাকা করে পাবেন। একই ভাবে নিযুক্ত মান্থলি রেটেড গ্রুপ-ডি এবং ফিক্সপে গ্রুপ-ডি কর্মীরা প্রতিমাসে অতিরিক্ত ১১৫ টাকা করে পাবেন। অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত পার্ট টাইম ওয়ার্কাররা এখন প্রতিমাসে অতিরিক্ত ১০৮ টাকা করে পাবেন। এডাল্ট লিটারেসি টিচার, পার্ট টাইম ইনস্ট্রাকটার, কমিউনিটি হেলথ গাইডরা প্রতিদিন প্রতিদিন ৩ টাকা ৭৫ পয়সা করে পাবেন। ৫ শতাংশ ডি এ বৃদ্ধির ফলে রাজ্যের অঙ্গনওয়ারী কর্মীরা প্রতি মাসে অতিরিক্ত ১৯০ টাকা করে এবং হেল্পাররাও প্রতি মাসে অতিরিক্ত ১১৫ টাকা করে পাবেন। মন্ত্রীসভার সিদ্ধান্তে ৫ শতাংশ মহার্ঘভাতার ঘোষনার সঙ্গে সব মহলে কেন্দ্রীয় হারের সঙ্গে ফারাক নিয়ে অংক কষা শুরু হয়েছে।
এছাড়াও বুধবার, মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রিক্সা শ্রমিক যারা চক্ষুরোগে আক্রান্ত তাদের ২০০০ টাকা, যারা টি বি, কিডনি, লিভার সংক্রান্ত রোগে ভোগছে তাদের ৫০০০ টাকা এবং যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের ৮০০০ টাকা করে চিকিতসা অনুদান দেওয়া হবে।