গোপাল সিং, খোয়াই, ০৬ জানুয়ারী ৷৷ খোয়াইতে অনুষ্ঠিত অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় বিশাল জয় পেল সোনাতলা দ্বাদশ। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শুক্রবারের ম্যাচে সোনাতলা দ্বাদশ ও বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব মুখোমুখি হয়। কুয়াশা বিঘ্ন ঘটানোয় ম্যাচ দেড়িতে শুরু হয়। ৪০ ওভারের ম্যাচ দাঁড়ায় ৩২ ওভারে। বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধারাবাহিক উইকেট পতনের ফলে চাপে পড়ে যায়। দলের পক্ষে ৫৪ বলে ৫টি চারের সাহায্যে সর্বোচ্চ ২৫ রান করে শুভম বিশ্বাস। নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে দলীয় রান দাঁড়ায় ১২৬। এর মধ্যে সোনাতলা দ্বাদশ অতিরিক্ত হিসাবে দেয় ৫২ রান। বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের পক্ষে সফল বোলার তুহিন দেব। প্রতিযোগিতার অন্যতম সফল বোলারটি মাত্র ২৪ রান দিয়ে তুলে দেয় মূল্যবান ৫টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সোনাতলা দ্বাদশের ওপেনিং জুটি ৮৩ রান যোগ করে দলের জয়কে সহজ করে দেয়। এর মধ্যে জয়দ্বী শুক্লদাস এর ব্যাট থেকে আসে ৫২ রানের অর্ধশতরানের ইনিংসটি। ৪২ বলে ৭টি চার ও ১টি ছয় এর সাহায্যে ৫২ রান করে আউট হয় জয়দ্বীপ। তাকে যোগ্য সঙ্গ দেয় অপর ওপেনার স্বরজিৎ শুক্লদাস। ২৯ বলে ৩টি চারের সাহায্যে স্বরিজিৎ এর সংগ্রহ ২৬ রান। শেষে অভিজিৎ চন্দ্র শুক্লদাস ১৪ এবং কিষান দেবনাথ ২ রানে অপরাজিত থেকে এবং দলের জয়কে নিশ্চিত করে। বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব এর পক্ষে ১টি করে উইকেট যায় প্রিয়জিৎ দাস ও শুভায়ন পাল এর দখলে। আজকের ম্যাচে মাঠে আম্পায়ার হিসাবে ছিলেন অসিত মির্ধা ও মিন্টু চন্দ। আজকের ম্যাচ শেষে ম্যাচের সফল বোলার তুহিন দেব এর হাতে বল তুলে দেন আম্পায়ার মিন্টু চন্দ।