নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারী ৷৷ রাজ্যের প্রয়াত ধ্রুপদী নৃত্য শিল্পী উমাশঙ্কর চক্রবর্তীর স্মৃতিতে শঙ্কর ড্যান্স একাডেমীর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষন দিতে গিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, ধ্রুপদী নৃত্য হিসেবে কত্থক এক সময় শুধুমাত্র মন্দির এবং রাজ দরবারেই সমাদৃত ছিল। কালের বিবর্তনে এই নৃত্যের পরশ সর্বত্র ছড়িয়ে পড়ে। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরায়ও এর যথেষ্ট পরিমান চর্চা হয়ে থাকে। শঙ্কর ড্যান্স একাডেমীর আয়োজিত এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত ধ্রুপদী নাট্য ব্যক্তিত্ব পন্ডিত বীরজু মহারাজ, ত্রিপুরার বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব সঞ্জয় কর।
একই দিনে মুক্তধারা প্রেক্ষাগৃহে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজিত এক অনুষ্ঠানে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রুপক সাহা ধ্রুপদী নাট্য ব্যক্তিত্ব পন্ডিত বীরজু মহারাজকে সর্বোত্তম সন্মানে ভূষিত করেন।