দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ জানুয়ারী ৷৷ নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে নেতাজী সুভাষ চন্দ্রবসুর জন্মদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাতে বিভিন্ন বিষয়ের উপর সুসজ্জিত র্যা লী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ২৩শে জানুয়ারী বর্ণাঢ্য শোভাযাত্র আবাল, বৃদ্ধ, বনিতার উচ্ছ্বাস আনন্দে অতিবাহিত হয়। বর্ণাঢ্য র্যারলী চাক্ষুষ করতে রাজপথের দু’ধারে অগুন্তি মানুষ ভীড় করে।