পুস্প প্রদর্শনী ও প্রতিযোগিতা রবীন্দ্র কানন প্রাঙ্গণে

rkনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী ৷৷ ৩১তম বর্ষে পদার্পণ করেছে সার্কিট হাউসস্থিত রবীন্দ্র কাননের পুস্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। ২০১৭ সালের সূচনালগ্নে হার্টিকালচারেল সোসাইটি অব ত্রিপুরা আয়োজিত পুস্প প্রদর্শনী ও প্রতিযোগিতা চলবে ২৬শে জানুয়ারী পর্যন্ত। সোমবার, সার্কিট হাউসস্থিত রবীন্দ্র কাননের ৩১তম পুস্প প্রদর্শনী ও প্রতিযোগিতর উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব ওয়াই পি সিং সহ হার্টিকালচারেল সোসাইটি অব ত্রিপুরার কর্মকর্তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*