১০,৩২৩ জন চাকুরীচ্যুতদের জলে ভেসে যেতে দেওয়া হবে না, সরকার পাশে থাকবে – সাংবাদিক সন্মেলনে মূখ্যমন্ত্রী

cmনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷৷ বহু জল্পনা কল্পনার পর অবশেষে সপ্তাহখানেক পর ১০,৩২৩ চাকুরি বাতিল ইস্যু নিয়ে মুখ খুললেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মূখ্যমন্ত্রী জানান, ১০,৩২৩-জনের ভবিষ্যৎ অনিশ্চিত নয়, সরকার পাশে থাকবে। ১০,৩২৩ জন চাকুরীচ্যুতদের জলে ভেসে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। তবে চাকুরীচ্যুতদের বিকল্প কোন ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা করেনি মূখ্যমন্ত্রী। মূখ্যমন্ত্রী বলেন, ১০,৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকার তাদের সঙ্গে থেকে সব রকমের উদ্যোগ নেবে। সাংবাদিক সন্মেলনে শিক্ষকরা যে যেখানে আছেন সেখানে ঠিক ঠিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করার জন্য মূখ্যমন্ত্রী আহ্বান জানান। মহাকরণে আয়োজিত সাংবাদিক সন্মেলনে অর্থমন্ত্রী ভানুলাল সাহা এবং শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকে নিয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকার এদিন রাজ্য সরকারী কর্মচারীদের বেতন কাঠামোর জন্য পে এন্ড পেনশন রিভিশন কমিটি গঠন করার সংবাদ জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*