গোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল ৷৷ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি’তে ভোটারদের যোগদান অব্যাহত রয়েছে। ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের সিঙ্গিছরা গ্রামের চেরমা এলাকার বড় বাঘাই সহ ১০০ পরিবারের ৩৮৫ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি’তে যোগ দিয়েছে। বুধবার নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন বিজেপি জেলা সভাপতি হরিশংকর পাল, প্রফুল্ল দেবনাথ, মণিহার দেববর্মা, আশারামবাড়ি মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।