মন্ত্রীসভায় শারীরিক প্রতিবন্দ্বীদের ম্যারেজ গ্র্যান্ট বৃদ্ধির সিদ্ধান্ত

rvনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে ৷৷ নব দাম্পতি যাদের মধ্যে শারীরিকভাবে সক্ষম ব্যক্তি শারীরিক প্রতিবন্দ্বীর সাথে আবদ্ধ হবেন, তাদের ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হবে। মঙ্গলবার মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এধরনের নব দাম্পতিকে বিবাহে উৎসাহ দানে ম্যারেজ গ্র্যান্ট স্কিম অনুযায়ী এতদিন পাঁচ হাজার টাকা অনুদান দেওয়ার সংস্থান ছিল। মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী এই স্কিমে পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে। এই পঞ্চাশ হাজার টাকা থেকে বিবাহে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ১৫,০০০ টাকা, বিবাদের অভ্যর্থনা অনুষ্ঠানের খরচ বাবদ ২০,০০০ টাকা ব্যয় করা যাবে। এছাড়াও নব দাম্পতির যৌথ একাউন্টে উপহারস্বরুপ ১৫,০০০ টাকার স্বল্প সঞ্চয় শংসাপত্র রাজ্য সরকারের পক্ষ থেকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে প্রদান করা হবে। এই সুবিধালাভে ইচ্ছুক নব দাম্পতিকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যৌথ ভাবে আবেদক করতে হবে। উল্লেখ্য, ‘দ্য ত্রিপুরা স্পেশাল এওয়ার্ড (ফর ম্যারেজ উইথ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পার্সনস) রুলস ১৯৮৬’ অনুযায়ী এতদিন এধরনের বিবাহে ৫০০০ টাকা ম্যারেজ গ্র্যান্ট দেওয়ার সংস্থান ছিল। সংশোধিত অনুদানের প্রিমান ২০১৭ সালের ১লা মে থেকে কার্যকর হবে বলে মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান অর্থ ও তথ্য মন্ত্রী ভানুলাল সাহা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*