নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ মে ৷৷ এক অনুষ্ঠানের মাধ্যমে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের ওয়েবসাইটের উদ্বোধন করলেন মাতাবাড়ী মন্দির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিধায়ক মাধব সাহা। ওয়েবসাইটটি হল www.matabaritrmple.in. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন সুব্রত দেব, গোমতী জেলা শাসক র্যাaভেল হেমেন্দ্র কুমার, অতিরিক্ত জেলা শাসক অনিমেশ দাস, মহকুমা শাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই ওয়েবসাইট পরিষেবা চালু হওয়ার ফলে রাজ্যের নয়, বহিঃরাজ্যের পর্যটকরা অনলাইনের মাধ্যমে এই মন্দিরের ইতিহাস, পূজার নির্ঘণ্ট, অন্নভোগ বুকিং সহ যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।