ইনোভেটিভ জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন সোনামুড়ায়

cm cm.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ মে ৷৷ জনগণের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা একটি সরকারের নৈতিক দায়িত্ব। শুক্রবার ২ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সোনামুড়া মহকুমার দক্ষিণ তৈবান্দালে ইনোভেটিভ জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন করে মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, ট টি এ এ ডি সি-র কার্যনির্বাহী সদস্য পরিক্ষীৎ মুড়াসিং, বিধায়ক তপন দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান সুরেশ দাস এবং সিপাহীজলা জেলা শাসক প্রদীপ চক্রবর্তী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*