আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ সর্বভারতীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন AIFUCTO-র ডাকে ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি (TCTA) ‘JUSTICE DAY’ উদযাপনের সাথে প্রতিবাদ ও প্রতিরোধের দৃপ্ত কন্ঠে যথাযোগ্য মর্যাদায় এক মহতী আলোচনাসভার আয়োজন করে। বুধবার আগরতলা উইমেন্স কলেজের ‘বিজ্ঞান ভবন’-এ রাজ্যের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষার আহ্বান জানিয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষের দাবী-দাওয়া সহ মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দশ দফা দাবীকে সামনে রেখে এই আলোচনা সভা সংগঠিত হয়।
আলোচনা সভায় বলিষ্ঠ ও তথ্যনিষ্ঠ বক্তব্য দিয়ে সমিতির সদস্য-সদস্যাদের সর্বাঙ্গীণ প্রতিরোধের আহ্বান জানান TCTA-র সভাপতি অধ্যাপক সঞ্চতা রিয়াং, সহ-সভপতি ডঃ নিত্যানন্দ দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক বর্দ্ধন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক হরিপদ দত্ত। এই আলোচনাসভায় AIFUCTO-র সহ-সভপতি ডঃ দেবব্রত গোস্বামী উপস্থিত ছিলেন।