আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ ১০ ফুট লম্বা অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে আমবাসায়। বুধবার সকালে আমবাসায় কার্ত্তিক দেববর্মা নামে জনৈক এক ব্যাক্তি পাড়ার রাস্তা থেকে সাপটি উদ্ধার করেন। অজগর সাপ উদ্ধার হয়েছে খবর পেয়ে এলাকার মানুষ সাপটিকে দেখতে ভিড় জমান। পরে খবর পেয়ে দপ্তরের আমবাসা অফিসের কর্মীরা অজগর সাপটিকে উদ্ধার করে অফিসে নিয়ে যায়।