গোপাল সিং, খোয়াই, ০২ আগষ্ট ৷৷ ১০,৩২৩ সংখ্যাটা আখন ১০,৩২০ তে গিয়ে ঠেকল। এখন পর্যন্ত ২ হন শিক্ষক–শিক্ষিকা হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। মঙ্গলবার আরও একজন শিক্ষক একই ভাবে পরলোক গমন করেন। খোয়াই তুলাশিখর এলাকার স্বপন দেববর্মা নামে একজন শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি শান্তিনগর কলোনী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র এবং কন্যাকে রেখে গেছেন। উনার মৃত্যুতে শোকাহত শিক্ষক মহল।