বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি মনপাথর এলাকায় শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক সংগঠিত করেন। এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি ছারা উপস্হিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, শান্তির বাজারের এস ডি পি ও চিরঞ্জীত চক্রবর্তী, ডি সি এম সৈকত সাহা ও মনপাথর ফাঁড়ী থানার ও সি। সকলে মিলে এই বৈঠকে আলোচনা করেন, কি করে এই উত্তপ্ত এলাকায় শান্তি বজায় রাখা যায়। মহকুমা শাসক রাজনৈতিক দলগুলিকে অনেক নিয়ম দেখিয়ে দেন যাতে করে এগুলি মেনে চললে শান্তি বজায় থাকবে। তিনি জানান, ছোট খাটো জমায়েতে বাইরে থেকে লোক না আনটা ভালো হবে তবে বড় জমায়েত হলে আনা যাবে। মিছিল করারভারেরদলীয় পতাকাগুলি গাছের টুকরার মধ্যে না বেধে ছোট চিকন বাঁশ ব্যবহারের আদেশ দেন। আর ছোট ছাটো ইস্যু গুলি নিয়ে মিছিল না করে আইনের আশ্রয় নিলে ভালো হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন। তিনি রাজনৈতিকর দলগুলিকে আইনের প্রতি আস্থা রাখার জন্য বিশেষ আহব্বান করেন।