বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার পুর পরিষদ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় মনসা মঙ্গল ২০১৭। শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, ভাইস চেয়ারম্যান মানিক সুর, বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, ডি সি এম রুদ্রদ্বীপ নাথ সহ শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক দয়াল মজুমদার ও শান্তির বাজার পুরপরিষদের অন্যান্য কাউন্সিলারগণ। এই মনসা মঙ্গল অনুষ্ঠানে ১২টি দল অংশগ্রহন করে। সকল দল নিজেদের মত করে পদ্মপুরান পাঠ করেন। পদ্মপুরান পাঠ শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি দলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে পার্থ দেবনাথ ও তার দল, দ্বিতীয় স্থান অধিকার করেছে চিনু দেবনাথ ও তার দল এবং তৃতীয় স্থান অধিকার করেছে দীপালী দেবনাথ ও তার দল। এই পদ্মপুরান পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল লোকজনের মনে ব্যাপক উৎছাহ লক্ষ্য করা যায়।