১.৯৯ একর এলাকা জুড়ে গড়ে উঠল ‘এলবার্ট এক্কা পার্ক’, ফিতা কেটে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ekka parkআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন ৷৷ বিশ্ব পরিবেশ দিবসে আগরতলার লিচুবাগান এলাকায় উদ্বোধন হলো ‘এলবার্ট এক্কা পার্ক’। মনোরম প্রাকৃতিক পরিবেশে ১.৯৯ একর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে পার্কটি। ব্যয় হয়েছে ১ কোটি ২২ লক্ষ ১৯ হাজার টাকা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন পার্কের মূল গেটের ফিতা কেটে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস, বিধায়ক কৃষ্ণধন দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজীৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, সমাজ সেবী টিঙ্কু রায়, ত্রিপুরা সরকারের বন দপ্তরের প্রধান বন-রক্ষক এ কে গুপ্তা, নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক শহীদ এলবার্ট এক্কা ছিলেন দেশের একজন বীর সন্তান। তার আত্মত্যাগের কারণে ১৯৭১ সালে পাকবাহিনীর হাত থেকে আগরতলা রক্ষা পায়। পার্কের সৌন্দর্য রক্ষার মধ্য দিয়ে তাকে যেন স্মরণ করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*