গোপাল সিং, খোয়াই, ০২ আগষ্ট ৷৷ বুধবার বিকেলে আসারামবাড়ি এলাকার বন বাজারে আসারামবাড়ি বিজেপি মন্ডলের উদ্যোগে যোগদান সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি খোয়াই জেলা সভাপতি হরিশংকর পাল, সমাজসেবী মনোজ দাস প্রমুখ। এই সভায় আসারামবাড়ি এলাকার ৬১ পরিবারের ১৫৭ জন ভোটার সি পি আই (এম) দল ত্যাগ করে বিজেপি’তে যোগদান করেন। তাদের হাতে দলিয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিরা।