আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। রাজ্যের মোট ১০৪টি কেন্দ্রে ৯টি পুর ও ৬৭টি নগর পঞ্চায়েতের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট প্রক্রিয়া অবাদ ও শান্তিপূর্ণ করতে রাজ্যে প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োজিত জরা হয়েছে। রাজ্যের নির্বাচন দপ্তর থেকে প্রাথমিক তথ্য অনুযায়ী জানানো হয়েছে, রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনের উপ-নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৮১.৩৬ শতাংশ।
শাসকদলের তরফে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে। অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট শাসকদল বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে। বামফ্রন্ট নেতা কর্মীদের উপর আক্রমন করেছে বলে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বামফ্রন্ট।