আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পেরুলেন ভারতীয় অধিনায়ক ধোনি। ২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হয় তার। ক্যারিয়ারের প্রথম ইনিংসে শূন্যতে আউট হোন তিনি।
ক্যারিয়ারের এক দশকের মাথায় শুক্রবার থেকে মেলবোর্নে ধোনি মাঠে নামবেন বক্সিং ডে টেস্টে।
বক্সিং ডে টেস্টের আগে এক দশকে ৩৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ধোনি। করেছেন ১৩৮৮২ রান। উইকেট রক্ষক হিসেবে দার দখলে ৬৩৩টি ডিসমিসাল। এর চেয়ে বেশি আর কোনো ভারতীয় উইকেট রক্ষকের নেই।
বল হাতে একটি উইকেটও নিয়েছেন ধোনি! এই তথ্য হয়তো অনেকেরই জানা নেই। ওয়েস্ট ইন্ডিয়ান ট্রাভিস ডাওলিনকে একবার আউট করেছিলেন ভারতীয় অধিনায়ক।
একমাত্র অধিনায়ক হিসেবে তিন তিনটি আইসিসির ইভেন্ট জিতেছেন ধোনি। ২০০৭ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন তিনি। এরপর ২০১৩ সালে আইসিসি ট্রফিও জেতেন ধোনি। সর্বশেষ দেশের মাটিতে অনুষ্ঠেয় গত বিশ্বকাপ ভারত জিতে ধোনির নেতৃত্বেই।