আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷। দেশে ক্রমাগত পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার সোচ্চার হল যুব কংগ্রেস। সোমবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সন্মুখে এক বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন সদর জেলা যুব কংগ্রেস উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, সদর জেলা যুব কংগ্রেস সভাপতি অনির্বাণ সাহা, এন এস ইউ আই’র সহ-সভাপতি সম্রাট রায়, সাধারণ সম্পাদক শঙ্খজ্যোতি ভট্টাচার্যী, অর্নিকা সাহা সহ দলীয় কর্মী সমর্থকরা।
অবিলম্বে পেট্রোল পণ্যের মূল্য হ্রাস না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানায় উপস্থিত নেতৃত্বরা।