
বিগত সাত বছরে এই নিউজ পোর্টাল প্রত্যেক বর্ষপুর্তির দিনে সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন জনহিতকর কর্মসুচী পালন করেছ। কখনো নবপ্রান্তিক অনাথ আশ্রমে, তো কখনো আপনাঘর বৃদ্ধাশ্রমে আবার কখনো পথ শিশুদের পাশে থেকে সময় কাটিয়েছে।
এবছর করোনা মহামারীর জন্য সামাজিক সমস্ত কর্মসুচী স্থগিত রাখা হয়েছে। তাই ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ এর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে গত ১২ই জুলাই সন্ধ্যায় এই ওয়েব পোর্টালের ফেসবুক পেজ থেকে রাজ্যের সুপ্রাচীন ও সুপরিচিত ব্যান্ড ‘দাবানল’ এর ব্যবস্থাপনায় ভার্চুয়াল লাইভ ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। এই লাইভ ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠানে ‘দাবানল’ থেকে উপস্থিত ছিলেন কৌশিক ভট্টাচার্য, নিলয় সরকার, হীরক সরকার এবং সুপ্রতিম দেবনাথ। অনুষ্ঠান শেষে ‘দাবানল’ টিমের হাতে সার্টিফিকেট তুলে দেন “নিউজ আপডেট অব ত্রিপুরা” এর কর্ণধার শান্তনু চক্রবর্তী।
উল্লেখ্য, লকডাউনের সময় থেকে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ এর ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কলকাতা থেকে জি বাংলা সা রে গা মা লিটল চেম্প জয়ী সঙ্গীত শিল্পী নীহারিকা নাথ, বাংলাদেশ থেকে সঙ্গীত শিল্পী বাঁধন পাল, শিলিগুড়ি থেকে জি বাংলা ড্যান্স বাংলা ড্যান্স অংশগ্রহণকারী নৃত্যশিল্পী প্রেরণা সিনহা, কলকাতা থেকে জি বাংলা ভোকালিস্ট মধুছন্দা দেব, কলকাতা থেকে সঙ্গীত শিল্পী অর্পিতা সরকার, শিলিগুড়ি থেকে সঙ্গীত শিল্পী মনীষা পান্ডা মিশ্র, রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী ডাঃ বহ্নিশিখা ভট্টাচার্য, সঞ্জয় দেববর্মা, নেহা পাল চৌধুরী, কিষাণ দাস, তবলাবাদক সপ্তর্ষি ভট্টাচার্য, ডিজে সিয়ন রায় প্রমুখ।