আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ৷। করোনা পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনে জীবানু মুক্ত করা হল জিরানীয়া মহকুমারস্থিত পুলিশ স্টেশনগুলো। জিরানীয়া মহকুমা শাসক এবং জিরানীয়া এস ডি পি ও’র নির্দেশে বুধবার রাণীর বাজার ওপেন রোভার ক্রু এবং স্কাউট এন্ড গাইডের যৌথ উদ্যোগে ৫ জনের একটি দল জিরানীয়া মহকুমারস্থিত পুলিশ স্টেশন, নাকা পয়েন্ট সহ থানায় ব্যবহৃত গাড়িগুলোকে জীবানুনাশক স্প্রে দিয়ে জীবানু মুক্ত করা হয়।
পাশাপাশি এদিন আগরতলা পূর্ব থানার অনুরোধে রাণীর বাজার ওপেন রোভার ক্রু এবং স্কাউট এন্ড গাইডের দলটি আগরতলা পূর্ব থানাও জীবানু মুক্ত করে।