পথ দুর্ঘটনার কবলে এক টিএসআর জাওয়ান

accআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ৷। ফের দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী। ঘটনা গকুলনগর রাস্তার মাথা এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, গকুলনগর টি এস আর ক্যাম্পের দিক থেকে TR07 C 6943 নম্বরের মোটরবাইক চেপে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার মাথা চৌমুহনীতে এসে দাঁড়িয়ে থাকা TR01 C 1302 নম্বরের বাস গাড়িতে ধাক্কা খায়। এতে বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয় জনগণ বাইক আরোহীকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতলে নিয়ে যায়। জানা যায়, বাইক আরোহী একজন টিএসআর জাওয়ান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*